রিমঝিম বৃষ্টি পড়ছে এই ধরণীতে
আষাঢ় ও শ্রাবণের পরশ নিয়ে,
নতুন মেঘের ঘনিমার পানে চেয়ে
আবেগ ও অনুভূতির জোয়ার ভেসে।


শ্রাবণ মেঘের বিভোরে মিলে সে যে
নীল শাড়ি ও বেলি ফুলের স্নিগ্ধ সুবাসে!
হাজারো স্বপ্নের সমারোহের খোঁজে
বৃষ্টির ধারায় আজ হয়েছি যেন আনমনে॥


বর্ষার ছোঁয়ায় অপরুপ সাজে-সেজেছে
মিলেছে সবুজ- শ্যামল প্রকৃতির মাঝে
বহুল প্রতীক্ষিত আষাঢ়ের নৃত্য বর্ষা জোয়ে।
রিমঝিম বৃষ্টির শিহরণ বেহাগে বর্ষার ঝুমে!


শ্রাবণের রাতে ঝিরঝির শীতল বৃষ্টির ফোঁটা
জানালার ফাঁকে আলো আধাঁরের খেলা।
নীল বেদনায় নুয়ে পড়েছিলো আমার হৃদয়’
নক্ষত্র-আকাশ ও আজ তার আগমনে দিক হারা।


ঋতুর মালা গেঁথেছি তুমি আসবে বলে
নয়নের বারিধি অবিরাম তোমার মুখপানে চেয়ে
রাতের নির্জনে স্বপ্নের চাদরের আবরনে,
প্রভাত কানন ব্যাকুলতায় ধ্রুবতারকার বেশে।


মেঘেরা মেতেছে বৃষ্টির ঝুম ছড়িয়ে
জমানো গল্পগুলোর প্রতিচ্ছবি আঁকে-
কখনো বিভোর তো কখনো শীতল
অবিরাম চলেছে অন্তরের কলরোলে!


রাতের গহিনে চাঁদ যবে মিটিমিটি হাসে
আরালে জোসনারা সাড়ি বেধে চুমে,
হৃদয়ের উল্লাস তার ছোঁয়ায় আঁধার ঘনিয়ে
লিখছি কবিতা তার অপেক্ষার প্রহর অণুকাব্যে!