পেটুকের মত খেয়ে ঘুমাইও না আর,
অ-নে-ক ঘুমোতে হবে সামনে তোমার।
জাগবে না সেদিন আর ডাকলে কেহ,
লাশ হয়ে পড়ে রবে তোর শুন্য দেহ।
কান্না কাটিতে পাশে হবে একাকার,
সাধ্য হবে না ফিরে দেখি এক বার।
সবাই ব্যাস্ত হবে কবরেই নিতে,
থাকবেনা অধিকার কোন কিছুতে।
কিসের এই বাড়াবাড়ি,কেন এত ধুম?
একবারও ভেবেছো কি,সেই চির ঘুম?
হাসি ভুলে কাঁদো বেশী,কর উপকার,
পার যদি আপন হয়ে কাছে ডাক তার।
পরের জন্য দাও নিজের এ জীবন,
পরকাল হবে তোমার অতীব আপন।
নামায,রোজা,আর যতটাই "ফরজ",
সবটাই করে যাওয়া নিজেরই গরজ।
অহংকার ও হিংসা কে কর পরিহার,
আঁখেরাতে সব খানে,হয়ে যাবে পার।
"ঈমান"কে খাঁটি করে,করে যাও তাই,
"আমল"ছাড়িলে কেউ পাবেনা রেহাই।।