আমার এই কষ্টটা
কেহ না বুঝুক তা,
তোর তো বোঝার ছিল বেশ।
কেন ওহে পাষাণী
ফেলিয়ে চক্ষু পানি,
দিলিও না ভাল বাসার লেশ।
আমার এ চোখের পানি
তোকে ও কাঁদাবে জানি,
হতেও পারে অভিশাপ টাও।
মাথাটি করিয়া নিচু
কতনা চলেছি পিছু,
প্রেম আমার ছিল যেন ফাঁও।
হয় তোবা বিধাতা
কঁপালে লেখিনি তা,
তাই আমি প্রেমে আজ ব্যর্থ।
তুই সেই ঠিকই আছিস্
নিত্য-নতুন বন্ধু বাছিস্,
গোপনেই দেখে চলিস্ স্বার্থ।
যত যা করিস্ পাপ
কখনো পাবিনা মাফ,
আত্মাকেই কর্ না জিজ্ঞাসা।
কত টুকুই হলি কার্
মনে করে দেখ্ তার,
মিটবেনা প্রেমেরও পিপাসা।