একটি কবিতা আমি লিখেছি যে তার,
দিয়েছিল যে আমারে প্রেম অধিকার-।
ভালোবেসে বেঁধেছিল বুকেতে বাসা,
যারে নিয়ে ছিলাম মোর স্বপ্ন আশা।।


কবিতার মূলেছিল ছন্দের মিল্
মিলনেও ছিলনা কোন গরমিল।
ছিলনাতো কারো মাঝে কোন কুয়াশা।।
যারে নিয়ে ছিল মোর স্বপ্ন আশা। ঐ


আজও আমি সাধনায় মত্ত যে তার,
কিভাবেই কবে সে হবে যে আমার।
তার ভাল বাসা আজও করি ভরসা।।
যারে নিয়ে ছিল মোর স্বপ্ন আশা ঐ


<><>♥<><>♥<><>♥<><>
আমার কবিতা ভান্ডার থেকে আরও
একটি গীতিকাব্য প্রেরণ করলাম
আজ আমাদের এই বাংলা কবিতা
আসরের সকল কবি ভাই-বোনদের
সৌজন্যে। সবার জন্য রইল আমার
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।
সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।
<><>♥<><>♥<><>♥<><>