তোমার ঐ দুটি চোখে কি যাদু আছে,
সারাক্ষণ চেয়ে থাকতে হয় আমাকে,
বারবার নদীর ঢেউয়ের মত,
ফিরে আসতে হয় আমাকে।।


তোমার আগমনে
এমন খুশি দেখিনি তো আগে,
জন্ম থেকে দেখে আসছি
তোমার মুখ বারেবারে।।
তুমি পাশে থাকলে পৃথিবী আমি চাইনা,
তুমি আমার হিরা পান্না ঘটে যদি তাতে।।


দূর অজানায় একলা যখন
ছিলাম অন্ধকারে,
তোমার হাট টি ধরে আসলাম আলোতে,
সেই আলোতে করলে আলোকিত,
আলোতে দিলে ভরে মনের আনাচেকানাচে।।


যত দেখি তোমাকে,
শুধু দেখতেই মন চায়,
এক জনম নয়,
জনম জনম ভর চাই তোমাকে।।


কবিতা বিহীন কবি যেমন,
তুমি বিহীন আমি তেমন,
এক পলক দূরে থাকলে
বুকটা মুচড় দিয়ে ওঠে
চোখের জলে ভাবি এই বুঝি হারালে।।