আর যেন না ঘটে ভয়াবহ সেই দিন,
রক্ত দিয়ে স্বাধীন দেশের কি ভয়াবহ দুঃখ সীমাহীন।
আর কত মানুষ জীবন দিবে, রক্ত দিবে,দিবে আর কত জান,
বলতে খুবই কষ্ট লাগে আমার দেশের আছে কি সেই মান?
মান যদি ভাই থাকতো তাহলে কি ২১ শে আগষ্ট ঘটত,
ঘাতকরা তো আরো কত ২১ শে আগষ্ট করার জন্য ঘরে বসে থাকত।
সুষ্ঠু বিচার করে দৃষ্টান্ত শাস্তি দিয়ে ঘুচাতে হবে দেশের মান,
তাহলে ফিরে পাবো আমার দেশের হারানো গৌরব মান-সম্মান।
বিচারহীনতা থেকে ফিরে আসতে হবে ন্যায় বিচারের দিকে,
বিচার বিভাগকে করতে হবে সকল প্রভাব মুক্ত উপরের ইশারা থেকে।
সেই আশাতে দেশের জনগণ,
সুষ্ঠু বিচার যেন পায় আমার দেশের মা-বোন।


২১শে আগষ্ট,২০১৭ইং।
৬ ভাদ্র,১৪২৪বঙ্গাব্দ।
মালায়েশিয়া।
#কবিতা_শাহীনের।