গরীব বলে দিন-রাত কাটে ক্ষুদার যন্ত্রণায়,
রাত কাটে ফুটপাতে,রাস্তায়,গলির কোণায়।


আমাকে সমাজের উচ্চশ্রেণী দেয় না সম্মান,
মানুষের বিবেক কি এত ছোট, আল্লাহ মহান?


টাকা-পয়সা,অর্থ-কড়ি নেই বলে পাইনা ভালোবাসা,
সমাজপতি, রাষ্ট নায়ক, সবাই কি জানে সে কথা?


মুখে সবার গাল গল্প, অন্তরে লুখিয়ে আছে বিষ,
এই সত্য বাক্যটি বলেছে বন্ধু শুভাশিষ।


ধনীর দুলাল-দুলালী সব রেস্তোরাতে খায়,
আমারও তাদের মতো খেতে মনটা বড় চায়।


বিধাতার বিচার বুঝা বড় দায়,
দু’মুটা ভাত হলে সেটাই আমি খায়।


আমার দুঃখ, ব্যথা দেখার মানুষ দুনিয়াতে খুজি,
ভোটের সময় আমরা নাকি এমপি-মন্ত্রীদের বড় পুঁজি! 😦


আমরা কারও পুঁজি কিংবা বোঝা হতে চায় না,
আমার ন্যায্য আমাকে দিলে আমার কিছু চাই না।


বড় বেশি পাপি বলে রাতে রাস্তায় ঠাঁই,
আমার যদি হয় গো মরণ কবর টা দিও ভাই।


মোঃ শাহীন আক্তার।
না.গঞ্জ।
তাং:-২৫/০৭/২০১৬ইং