সংকট,সংকট,মহা সংকট,
চুতুরদিকে শুধু মহা সংকট।
দেশে সংকট,বিদেশে সংকট,
ঘরে সংকট,বাইরে সংকট।
সংকট,সংকট,মহা সংকট!
আমি আজ সংকটে পড়েছি ভাই,
তুমিও যে সংকটে পড়বে না তার গ্যারান্টি নাই।
সংকট উপরে,সংকট নিচে,
সংকট চারিদিকে,
দিকে দিকে শুধু শুনি সংকটের বাহার,
সংকট, সংকট, মহা সংকট!
মানুষের মাঝে সংকট,পশুর মাঝে ছিলো যে সংকট,
সেই সংকট আজও শুধু কানে বাঝে,
সংকট কেড়ে নেয় গরীবের মুখের আহার!
সংকট,সংকট,মহা সংকট।
ঘর ছাড়া মানুষটি পাইনা খুঁজে ঘর,
নিজের আপন মানুষ আজ করেছে পর।
নিত্য নতুন সংকটে আজ দেশটা গেছে ভরে,
সংকট থেকে মুক্তি পেতে প্রার্থনা করি আল্লাহ তরে।
সংকট,সংকট,মহা সংকট!
আজ শুধু সংকটের ঘনঘটা,
সংকট কাটে না একবার বাড়ে যেটা।
সংকটের উপর পড়ে আজ মহা সংকট,
সেই ঋণ যে শোধ করতে হয় আরো সংকট।
সংকট,সংকট,মহা সংকট।


মোঃশাহীন আক্তার।
তারিখ:-২৯/০৯/২০১৭ইং।
মালয়েশিয়া।