আমি চিনি পৃথিবীরে, সে মোরে চেনে না।
আকাশের চিল দেখি, সে মোরে দেখা না।
মনে বেদনার ঝড়, কেউ তা দেখে না।
ভালবাসা দিয়ে তাই, সুখ পেলাম না।
আমি চলি যার মতো, সে তো যায় দূরে।
পথ হারা তাই যেন, হয়ে যাই পরে।
ভালবাসি যারে আমি, সে মোরে বাসে না।
অন্ধকার রাত্রী মোর, পিছন ছাড়ে না


একে একে শত ব্যথা, ভুলিবার পথে;
এমন সময় হায়, দেখা তার সাথে।
আবার স্মরণ হয়, বুক ভরা স্মৃতি।
আজও হয় না মনে, তার করা ক্ষতি।
সুখ দুঃখ মিলেমিশে, বৃষ্টি ঝর ঝর।
আবার সাজাই তাই, ব্যথার সাগর।


রচনা কাল ঃ
১৯/০৫/২০১৭ ইং
১ঃ৫৫ পিএম।