কালো মেঘের ছায়ায় ঢেকে আছে তারা
জোনাকিরা এসে জ্বলে ডাকে দেয় সাড়া।
কথা বলি প্রাণ খুলে মন যায় ভরে
মেঘ গুলো ধীরে ধীরে যাচ্ছে যেন সরে।
জোনাকিরা বন্ধু হয়ে পাশে আছে বসে
মিটিমিটি আলো দেয় তারা পাখা ঘষে।
যে টুকু দিতে সক্ষম সেটুকুই দেয়
বিনিময়ে তারা ভুলে নাহি কিছু নেয়।


যার আছে অর্থ ভবে সে তো সুখে রবে
এ কথা কোন পাগলে বলেছে গো কবে?
বিশাল আকাশ যেন কাঁদে বৃষ্টি হয়ে
বাহিরে সুখের ছায়া বুকে কষ্ট রয়ে।
এমন দরদি ভবে আছে কোন দ্বার
আঁধারে জোনাক হয়ে থাকবে আমার।


রচনা কাল : ১৯/০৫/২০১৮ ইং