আজ কোন চিঠি নেই


মাঝে মাঝে চিঠি দিতে তাতে ভরা জ্বালা
দূরে আছো বলে তাই ভাঙে সুখ ঢালা।
কত যে আবেগ ছিল প্রতিটি লাইনে
যেতে চায় মন প্রাণ যেতে তো পারিনে।
কত ভাবি প্রতি রাতে ভেঙে সব বাঁধা
ছুটে যাবো কৃষ্ণ প্রাণে হয়ে আজ রাধা।
মনে হয় বেশি দিন আর বাঁচবো না
শেষ বার দেখে যাও পাষাণ হবে না।


তখন আষাঢ় মাস রাস্তা ঘাটে জল
তারপর বর্ষা ঝরে ছেড়ে সব বল।
তবু চললাম পথে কাঁদা ভরা জলে
শেষে ছোট এক তরী নিয়ে যায় চলে।
দেখে সুখে আত্মহারা কি বলবে মুখে
আজ কোন চিঠি নেই আছো বুঝি সুখে?


রচনা কাল : ১৮/০৬/২০১৮ ইং