আকাশ অনেক বড় তার বড় মন
জীবন খেলায় প্রেম যেন খাঁটি ধন।
বুকের সুখের সব মিলে যায় প্রেমে
ছাড়লে আপনজনা প্রাণ যায় থেমে।
অন্তর গহিনে ফোটে কত রঙে ফুল
মনের মানুষ যায় ছেড়ে এই কূল।
জীবন স্রোতের ধারা অশ্রু দিয়ে ভরা
স্বপন আঁধারে যেন যত্ম করে গড়া।


চেয়েছি মরণ কত বেদনার ভয়ে
নীরবে বিরহ জ্বালা মন যায় সয়ে।
গভীর নিশুনি মাঝে অশ্রু বড় দামি
হারালে প্রেমের কথা স্মৃতি হয় নামি।
সবার কাছেই সব এক নাহি হয়
তবুও সবার প্রাণে দুঃখ যেন বয়।


রচনা কাল : ০৪/০২/২০১৯ ইং