আমার দেশের মাটি, গড়েছে আমায়।
দিয়েছে আমায় রুপ, সোনা ভরা গায়।
মাটির চরণ তলে, দিয়ে মোরে ঠাই;
করেছে ঋণ আমায়, তার গান গাই।
মাটি মার কোলে আমি, বড় যে হয়েছি।
শিশু কালে হাসি মুখে, কত যে খেলেছি।
সেই মাটি তাই মোরে, ডাকে বার বার।
যাবো ফিরে মাটি কোলে, ভাবি শত বার।


শহরের বাসা ছেড়ে, ছোট্ট মোর ঘরে;
ফিরে যাবো মন যেন, পুড়ে হাহাকারে।
পিচ ঢালা পথ ছেড়ে, মেঠো পথ ধরে;
সবুজের বুকে যেতে, মন সুখে ভরে।
জানা নেই হবে ফেরা, কত কাল পরে।
আমার ভিটার পরে, সেই কুঁড়ে ঘরে।


রচনা কাল ঃ
২৫/০৬/২০১৭ ইং
১ঃ০১ পিএম।