আমার গাঁয়ের মাটি স্বর্গ চেয়ে খাটি
জড়িয়ে রেখেছে মোরে ধরে হাত দুটি।
বাঁশ ঝাড় মেঠো পথে ছুটি সারাদিন
মায়ে ডাকে ভাত বেড়ে আয় রে শাহিন।
বরই তলায় খেলি বন্ধু সব মিলে
মারামারি করি যেন কোন এক ভুলে।
ঘুঘু পাখি দেখি যদি ছুটি পিছু তার
বাসা দেখে ফিরে এসে যাই বার বার।


আঁকাবাঁকা মেঠো পথ তার ধারে গাছ
হেটে গেলে পাখি যেন ধরে মোর পাছ।
লতাপাতা ফুল ফলে গ্রাম খানি ভরা
আপন মানুষে শুধু চারপাশে ভরা।
গ্রামের হাসি দুঃখের মধুময় সুর
গ্রাম যেন যায় না কো কোন ছলে দূর।


রচনা কাল : ১৯/০২/২০১৮ ইং