আমার জন্ম ভূমি রে, তোর কোলে এসে;
জুড়ে যায় সব ব্যথা, তোরে ভালবেসে।
জন্ম হল তোর বুকে, তোর বুকে হাটি।
তোর ছোয়া পেয়ে মন, হয়ে যায় খাটি।
তোর কথা দিবানিশি ভাবনাতে আঁকি।
তোর বুকে খাই দাই, তোর বুকে থাকি।
তোরে নিয়ে কত স্বপ্ন, বুকে বাঁধে বাসা।
তুই যেন শান্তি নীড়, তোরে ভালবাসা।


তোর বুকে খেয়াতরী, তোর বুকে পাখি।
সবুজ শ্যামল পাতা, যত্ন করে রাখি।
মেঠো পথে হাসি মুখে, যায় তোমা ছেলে।
কন্ঠে তার কত কথা, মিষ্টি সুরে বলে।
তোরে আঁচলের শান্তি, দিস তুই ভরি।
জন্ম হল তোর বুকে, তোর বুকে মরি।


রচনা কাল ঃ
৩১/০৭/২০১৭ ইং
৯ঃ৪১ এএম।