আমার মায়ের ভাষা মিষ্টি সুরে গাঁথা
কথা বলে এ ভাষায় জুড়ে যায় ব্যথা।
এ ভাষা পাখির গানে ফুলের হাসিতে
এ ভাষায় সূর্য ওঠে রক্ত রাঙা রাতে।
দুঃখ ভরা হাসি হেসে যারা দিল ডুব
তাদের হাসিতে ঝরে মিষ্টি কথা খুব।
তাদের স্মরণে আসে একুশের গান
সেই গানে ফুটে ওঠে বাংলার সন্তান।


রক্ত দিয়ে প্রাণ দিয়ে চলে ভাষা খেলা
খেলা শেষে জিতে গেলে ওঠে লাল বেলা।
মুখের কথা আবার ফোটে ঠোটে ঠোটে
পাখি ডাকে গাছে গাছে ফুল কত ফোটে।
মায়ের ভাষা থাকুক মায়ের খোকার
যতনে সাজুক ভাষা মুখে বার বার।


রচনা কাল : ২০/০২/২০১৮ ইং