দেশের মানুষ যেন, সদা সর্বদায় ;
ভাল ভাবে চলে যেন, শান্তি খুঁজে পায়।
হিংসা দ্বেষ ভুলে যেন, কাঁধে কাঁধ রেখে;
কেটে যায় সারা বেলা, যেন নানা সুখে।
দেশের মানুষ হয়, সবাই আপন।
ভাই ভাই মোরা যেন, আত্নীয় স্বজন।
এক সাথে কাজ করা, এক সাথে চলা।
হাসি খুশি দুঃখ কষ্টে, কাটে তাই বেলা।


বাংলার নরম দেহে, কচি কাঁচা মন।
একটু শান্তিতে যেন, ঘুমায় ভুবন।
স্বপ্ন দেখে ভাঙা ঘরে, সুখের বাসর।
বাংলার আঁচল তলে, কেউ নেই পর।
সুখের পাহাড় যেন, বাংলার ছায়ায়।
বার বার লোক এসে, সুখ যেন পায়।


রচনা কাল ঃ
২৯/০৭/২০১৭ ইং
৯ঃ৪৩ পিএম।