সবুজ ঘাসের দেশ, মাছ ভাত ডাল;
খেয়ে যেন মুখরিত, সকাল বিকাল।
গাছে গাছে ধরে আছে, ঝিঙা লাউ কলা।
আলু বেগুন পটল, খায় সারা বেলা।
বেগুনের তরকারী, পুটি মাছ দিয়ে;
আলু বর্তা ডাল সাথে, খাওয়া মজিয়ে।
ছোট মাছ মজে যেন, কচুর লতায়।
হেলেঞ্চা কলমি শাক, খেতে ভাল হায়।


শাক-সবজিতে ভরা, আলান-পালান।
বাংলার নরম মাটি, শস্য করে দান।
এমন মাটির গুন, কোথা নেই আর।
জানে সারা বিশ্ব ধরা, নেই ভুল তার।
জন্ম মোর এই দেশে, কোমল ছায়ায়।
নানা শস্য ফল মূলে, ভরে যে হৃদয়।


রচনা কাল ঃ
২৬/০৭/২০১৭ ইং
৯ঃ০২ পিএম।