যে বাঁশির সুর মোরে, ডাকে নাম ধরে।
সেই বাঁশি শুনে মোর, মন যায় ভরে।
কে বাজায় কত দূরে, বিরহিণী সুরে।
ভালবাসা কেঁদে মরে, তার যে অন্তরে।
এত রাতে ভেসে আসে, কার অশ্রু জল?
ভিজে দেয় যেন মোর, হৃদয় অতল।
যেন মনে হয় চেনা, তবু যে অচেনা।
ভুল করে ভুল মনে, আসে যে বেদনা।


বিরহের গান দেয়, মোর মনে হানা।
কত স্মৃতি ভেসে ওঠে, করে আনাগোনা।
গভীর রাতের তরে, ব্যথা জাগে মনে।
বাঁশের বাঁশি আমায়, ডাকে জেনে শুনে।
নিশি রাতে ঘুম হারা, সেই বাঁশি শুনে।
ব্যথা যেন ভরে ওঠে, হৃদয় নয়নে।


রচনা কাল ঃ
০১/০৫/২০১৭ ইং
৭ঃ৩৭ পিএম।