দিবস রজনী গেল বেদনা গেল না
লক্ষ জনে ভবে আছে আমি তো একেলা।
মেঘমালা ভেসে গেল দূর নীলাকাশে
ফিরে আর আসবে না দক্ষিণা বাতাসে।
যুগে যুগে কত প্রাণ কাঁদে নিরালায়
দেখে না কেউ বোঝে না, প্রাণ যে হারায়।
তবু চলে প্রাণ ছাড়া শুষ্ক দেহ নিয়ে
চাদরে জড়ায়ে বুক দুঃখ দেখে গিয়ে।


ভব নয় স্বর্গ নয় দুঃখ মাঝে বাস
দুঃখ পেয়ে হাসে মন ডাকে সর্বনাশ।
কি ক্ষতি করবে আর কি বাতাস এসে
ভাঙা ঘর পড়ে আছে বাঁশবন ঘেষে।
কি সুখ চায় হৃদয় ভুবনে কি নাই
আছে সুখ জানি আমি খুঁজে নাহি পাই।


রচনা কাল : ০৮/০৫/২০১৮ ইং