দূর্বা ঘাসে পড়ে জল, রোদে ঝলমল।
বেগুন গাছের তল, ভরে শত দল।
বেগুন গাছের পাতা, আঁকাবাঁকা করে;
টুনটুনি বাসা বুনে, যেন শক্ত করে।
টুনটুন করে তারা, সারা দিন জুড়ে।
বেগুনের শত ক্ষেত, দেখে তারা উড়ে।
ছোট ছোট ক্ষতিকর, পোকা খায় তারা।
বেগুনের ক্ষেত বুঝি, দেয় যে পাহারা।


টুনটুনি সারা দিন, বেগুনের ডালে;
নেচে নেচে গান গায়, এ ডাল ও ডালে।
বেগুন বাগান তারা, বড় ভালবাসে।
টোনাটুনি মিলে যেন, ডালে বসে হাসে।
গাছে ভরা থাকে যেন, বেগুনের ঝাক।
টোনাটুনি মিলে সেথা, সারা কাল থাক।


রচনা কাল ঃ
০৭/০৮/২০১৭ ইং
৯ঃ৩৫ এএম।