মন ভরে কথা বলা হল নাহি আর
দূরে গেছে যার পথে থাকি বার বার।
কত ব্যথা দিল প্রাণে বলা নাহি হল
ব্যথা সয়ে এই চোখ করে ছলছল।
প্রেম নয় দুঃখ নদী বয় চিরকাল
আরো দুঃখ আসে বুকে ছেড়ে দিলে হাল।
হৃদয়ের কান্না তাই নিরালায় হয়
যাক পুড়ে দেহ মন হয়ে যাক ক্ষয়।


নিশিরাতে একা মনে যদি গান গাই
বিরহের মাঝে যেন সুখ খুঁজে পাই।
ভাল লাগে একা থাকা ভাল লাগে অশ্রু
বন্ধু মোরে ভুলে গিয়ে হয়ে গেছে শত্রু।
তাই অগ্নি বুক মাঝে জ্বলে দাঊ দাঊ
মন বলে এত জ্বালা কার কাছে পাও।


রচনা কাল : ২০/০৪/২০১৯ ইং