বিরহিণী মন ডাকে, মৃদু কান্না সুরে।
ভেসে আসে নিশি রাতে, মোর যেন দ্বারে।
ভালবেসে অশ্রু জলে, কে তারে ভাসায়;
আধ আধ মুখে বলে, যেন সে জিরায়।
নিশি রাতে একা ঘরে, নেই মোর ঘুম।
তাই যেন ব্যথা এসে, দিয়ে যায় চুম।
মোর ব্যথা তার ব্যথা, এক সাথে মিলে;
আঘাত করে আমায়, রজনীর কালে।


সবাই ঘুমিয়ে আছে, জেগে শুধু ব্যথা।
মোর সাথে সাথী হয়ে, বলে যায় কথা।
কান দুটো খাড়া করে, রজনীর তরে;
শোনা যায় চাপা কান্না, থাক যত দূরে।
বিরহিণী সাত রং, দেখা যায় রাতে।
মিলে যায় মোর ব্যথা, মিশে গিয়ে তাতে।


রচনা কাল ঃ
০৫/০৫/২০১৭ ইং
৯ঃ৫৭ পিএম।