রাতের আকাশে ফুল, ফুটে আছে কত।
বিরহ প্রেমিক মন, চেয়ে দেখে শত।
আবোল-তাবোল মন, গুনে কত তারা।
চাঁদনী রাতের সাথে, ব্যথা বুকে ভরা।
নিশিতে প্রদীপ জ্বলে, মনে অন্ধকার।
সাগরের ঢেউ শব্দে, বাজে হাহাকার।
নীরবে আঁধার ঘরে, চেয়ে জানালায়;
দেখা যায় কত পাখি, রয় বেদনায়।


কত মন রাত তরে, জ্বলে পুড়ে পুড়ে।
কুঁড়ে ঘরে থাকে বন্ধি, বাহিরে না গড়ে।
কত ব্যথা ঢেকে যায়, জীবনের স্রোতে।
কত ব্যথা দূর হতে, আসে নেমে রাতে।
ব্যর্থ মন জানে রাত, কত জ্বালাময়।
থেমে থেমে কাঁদেে শুধু, চিত্ত পুড়ে যায়।


রচনা কাল ঃ
২২/০৬/২০১৭ ইং
১ঃ৫৭ পিএম।