আমি এক ভিনদেশি, থাকি বহু দূরে।
দেশে দেশে ঘুরি ফিরি, ভূত যাই মেরে।
মাসি-পিসি ভূত নিয়ে, এই মোর খেলা।
ভূতের মালা গলায়, কেটে যায় বেলা।
ভূত মোরে ভয় পায়, যে খানেতে যাই;
পালাই পালাই করে, বলে ক্ষমা চাই।
ভূত সব থলে ভরে, যাই গেয়ে গান।
দেশে দেশে ঘুরে তাও, বাঁচে মোর মান।


সন্ধ্যা হলে বাঁশ ঝাড়ে, আড্ডা দেয় ভূতে।
রাত্রী বেলা হাট পথে, থাকে উঁত পেতে।
ফাঁকা পথে একা গেলে, ভূত তারে খাবে।
দু'জন গেলে সেথায়, ভাল ভাবে যাবে।
এই ভাবে বনপাড়া, ভূত ছিল সেজে।
রক্ষা পেল তাই সেথা, মোর সুক্ষ্ম কাজে।


রচনা কাল ঃ
০৩/০৫/২০১৭ ইং
২ঃ২৬ পিএম