বসন্তের আগমন শীত যায় যায়
পাখিরা দুলছে দেখো গাছের শাখায়।
নানা গাছে চেয়ে দেখো নানা রঙে ফুল
আম গাছে ভরে আছে আমের মুকুল।
কত পাখি কত সুরে গায় নানা গান
কোকিলের মিষ্টি সুর ভরে দেয় প্রাণ।
ফুলের সুভাস যেন দেয় মনে দোলা
মৃদু বায়ু মৃদু রোদে স্বর্গ হল বাংলা।


ফুল ছিঁড়ে মালা গাঁথে মহা ধুমধামে
প্রকৃতিতে তবু ফুল নাহি কিছু কমে।
গাছে গাছে খেলা করে ভোমরের দল
সেথা দেখে ফুল যেন হাসে খলখল।
বসন্তের শত রঙ ধাধায় নয়নে
রুপের সৌরভ যেন ছড়ায় ভুবনে।


রচনা কাল : ০৮/০২/২০১৮ ইং