বট বৃক্ষ ছায়া তলে, সুখে মন ভরে।
দক্ষিণা পবন যেন, সেথা ঘুরে ফিরে।
রাখালের ক্লান্ত দেহ, যেন নুয়ে পড়ে।
দক্ষিণের মাঠ হতে, আসে তাই নীড়ে।
বট বৃক্ষ ছায়া তলে, যেন বাড়ি ঘর।
ঘুমে সেথা নাক ডাকে, সবে যেন পর।
পথিক জিরায় যেন, বটের ছায়ায়।
শান্তি আসে মন ভরে, ঠান্ডা হাওয়ায়।


বট বৃক্ষ ডালে ধরে, ছোট  ছোট ফল।
পাখি সেথা উড়ে উড়ে, খায় যেন ফল।
বাসা বোনে কত পাখি, বটের শাখায়।
কিচিরমিচির শব্দ, সারা দিন রয়।
পাখি সুখে বট গাছে, করে যেন ভিড়।
গাছের ছায়ার তলে, হয় শান্তি নীড়।


রচনা কাল ঃ
০৮/০৮/২০১৭ ইং
৯ঃ৫৭ এএম।