মনে আসে কত কথা, বলি তুমি শোনো -
চাঁদ জ্বলা রাতে যেন, তুমি পিছু টানো।
দক্ষিণা পবন এলে, তুমি সুখে হাসো।
মনে হয় তুমি যেন, মোরে ভালবাসো।
আষাঢ়ে পুকুর ঘাটে, ব্যাঙ ডাকে হায়।
মনে হয় তুমি যেন, ডাকো যে আমায়।
শরতের রোদ যেন, চিকচিক করে।
তোমার রুপের রঙ, মনে আছে ভরে।


মেঠো পথে একা রাতে, চাঁদ ছিল সাথে।
মনে হল তুমি যেন, ছিলে সেই পথে।
আঁধারে জোনাক জ্বলে, মিটিমিটি আলো।
তাদের মাঝে তোমায়, দেখি যেন ভালো।
তুমি আছো সব খানে, যেন চারপাশে।
ভালবাসি তাই সব, শালিকের বেশে।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৭ঃ২৭ পিএম।