মেঠো পথে যেতে যেতে, বলা হল কথা।
সুখে মন ভরে গেল, আর নাই ব্যথা।
এক মুঠো মিষ্টি আলো, মাঝ রাতে আসে।
দু'জনার কথা শুনে, মিটিমিটি হাসে।
দু'ধারে বাঁশ বাগান, মাঝ পথে হাটি।
গুনগুন গান করে, লক্ষী কালো বেটি।
দু'জনার মন ভরে, সেই মেঠো রাতে।
জোসনা আলো ছড়ায়, ফুটুক প্রভাতে।


নদী কূলে ছোট তরী, মাঝি বেটা নাই।
তাই তো গভীর রাতে , তরী বেয়ে যাই।
আসমানে চাঁদ জ্বলে, নদী  জলে হাসে।
ছলছল তরী বেয়ে, যাই যেন ভেসে।
নেই কোন বাঁধা ধরা, যে খানেতে যাই।
খুঁজলে খুঁজুক সবে, রজনী পোহাই।


রচনা কাল ঃ
০৬/০৬/২০১৭ ইং
১১ঃ০৮ এ এম।