চাঁদে মোর বাড়ি আছে, আছে কুঁড়ে ঘর।
সেথা যাই যদি মোর, বন্ধু হয় পর।
একে একে শত বন্ধু, ছিল মোর পাশে।
আজ তারা আছে কোথা, নব বধু বেশে।
মনের মতন মন, মেলে কি ভুবনে?
খুঁজে দেখি নিশি দিন, করুন নয়নে।
বাঁশ পাতা ঝরে পরে, বন্ধুও তেমন।
কয় জনে পায় বল, সত্যবাদী মন?


করে নিতে নিজ কাজ, বন্ধু হয়ে আসে ।
কাজ হলে যায় দূরে , যেন মৃদু হেসে।
সুখ পাখি ভাগ্য গুনে, আসে যদি কাছে ;
কত বন্ধু রয় পাশে, কত জনে পিছে।
দুঃখ কষ্ট এলে দ্বারে, সব যায় দূরে।
তাই আজ একা হয়ে, রই শুধু ঘরে।


রচনা কাল ঃ
০৯/০৬/২০১৭ ইং
৯ঃ১১ পিএম।