দিন গুলো যায় বয়ে স্মৃতি যায় রয়ে
মনে হলে সেই দিন মাথা যায় ক্ষয়ে।
সারাদিন শুনতাম রেডিওর গান
ভরে যেতো মহাসুখে যেন মন প্রাণ।
কত রেডিও ভেঙেছি আছে সব ঘরে
নষ্ট রেডিও থাপড়ে বাজাতাম ধরে।
যখন একেবারেই চলতো না আর
নতুন রেডিও চাচা আনতো আবার।


কত ব্যান্ডের রেডিও কত যে চ্যানেল
সুমসুম করে শুধু হই যে গায়েল।
এন্টেনা তুলি ডাবাই ঘুরি সারা বাড়ি
কোথায় বাজবে ভাল কোথা যায় ছাড়ি
সারাদিন এই নিয়ে করি টেনশন
রোদে পুড়ি রাত জাগি করি অনশন।


রচনা কাল : ০১/০৬/২০১৮ ইং