শুকতারা ওঠে ভেসে, সকাল ও সন্ধ্যায়।
কাঁঠাল গাছের ফাঁকে, চাঁদ উঁকি দেয়।
জোনাকিরা ঝাক বেঁধে, আঁধার সাজায়।
শিয়ালের ডাক যেন, বহু দূর যায়।
সাদা মেঘ সাথে তারা, গগন সাজায়।
চিকচিক করে আলো, গাছের পাতায়।
গল্পে মজে ছোট খোকা, মায়ের ছায়ায়।
রাত বড় সুখ যেন, আঁধার ধারায়।


কি জানি কি পোকা যেন, করে ঝুনঝুন।
মশকের গান কানে, বাজে গুনগুন।
একা ঘরে ছটফট, কবে হবে দিন।
স্বপ্ন দেখে কাটে রাত, ফিরে আসে দিন।
পাতা পড়া শব্দে যেন, কেঁপে ওঠে মন।
আঁধার রাতের সাথে, ঘুমায় নয়ন।


রচনা কাল ঃ
৩০/০৭/২০১৭ ইং
৭ঃ৪৩ পিএম