কবে পাবো দেখা তার, সুখ ফোটা মন।
বুকে উঠে হাহাকার, নিভবে কখন।
তার সেই হাসি মুখ, বড় ভালবাসি।
যতবার দেখি আমি, প্রেম জলে ভাসি।
তার মুখ যেন খাসা, চোখ ভাসা ভাসা।
শুনে যেন কথা তার, মেটে পিপাসা।
রঙিলা নায়ের মাঝি, আমি বসে ভাবি।
কেমনে আনবো কেড়ে, তার রুপ ছবি।


সেই মুখ সেই হাত, ডাকে ইশারায়।
যে মুখের মায়া মোর, বেদনা ভুলায়।
তার ডাকে সাড়া দিতে, উতলা এ মন।
তার রুপ দেখে হায়, ভরে দু'নয়ন।
সেই মন সেই সুখ, আছে কত দূরে।
খুঁজে ফিরি যে আমায়, ডাকে মৃদু স্বরে।


রচনা কাল  ঃ
১১/০৪/২০১৭ ইং
৬ঃ২২ এএম।