ডালিম পুকুর


পাকা আম জৈষ্ঠ মাসে গাছের তলায়;
বৃষ্টি মাঝে পড়ে বলে খোকা খুকি যায়।
ভিজে ভিজে কত বন যায় কত দূর
আমের আশায় যায় ডালিম পুকুর।
ভূত প্রেত থাকে সেথা সব লোকে জানে
সেথা গেলে ভয় পেয়ে যাবে মরে প্রাণে।
তবু তারা যায় লোভে বেশি আম বলে
শেওলা পড়েছে সেথা নাহি পদ চলে।


তারা ছাড়া আর সেথা নেই কো যখন
আম কুড়ায় দু'জনে মনের মতন।
ছোটাছুটি করে কত, কত আম পায়
খুকি ব্যাথা পায় যেন পড়ে পিছলায়।
কান্না করে সেথা খুকি খোকা দেখে হাসে
খুকি তাই তাড়া করে বসে দূর্বা ঘাসে।


রচনা কাল : ১৬/০৫/২০১৮ ইং