ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, উঠানের পাতা।
ময়লা থাকলে যেন, লোকে বলে যাতা।
সকালে বিকালে তাই, যেন ঝাড় দেয়।
উঠানের মরা পাতা, রাখে যে বস্তায়।
ছোট ঝাড়ু দিয়ে ঘর, করে পরিষ্কার।
রেখে দেয় ঢেল মেরে, মাচার উপর।
বাঁশ বাগানের পাতা, ঝাড়ু দিয়ে ঝাড়ে।
ফেলে দেয় ঝাড়ু পরে, কোথা কোন পাড়ে।


দামি নয় ঝাড়ু যেন, দামি নয় কাজ।
শুনলে তার কথায়, মাথে পড়ে বাজ।
প্রয়োজনে লোক যেন, তার কাছে আসে।
ফুরে গেলে প্রয়োজন, যায় দূরে হেসে।
জগতের কত কাজ, এমন ধারায়;
চলে আসে নেই তার, কূল ঠিকানায়।


রচনা কাল ঃ
০৯/০৮/২০১৭ ইং
৬ঃ৩৯ এএম।