যমুনার পাড়ে সেথা, আছে কুঁড়ে ঘর।
সেই ঘর দোল খায়, মৃদু পাতা ভর।
শনশন বায়ু আসে, পানি পথ বেয়ে।
ঢেউয়ে ঢেউয়ে হায়, ভাসে ঘর ধেয়ে।
কত কিছু যায় দেখা, সেই ঘর থেকে।
কলমি লতার গাছ, রয় বেঁকে বেঁকে।
কত মাঝি আসে যায়, কত কিছু নিয়ে।
সেই ঘর কত জনা, দেখে শুধু চেয়ে।


দুটি পাখি সেই ঘরে, করে আলাপন।
থাকবে দু'জনে মিলে, সারাটি জীবন।
নেই বাঁধা নেই ভয়, হবে শুধু জয়।
ভেসে ভেসে দু'জনায়, মিটিমিটি চায়।
নামে যদি অন্ধকার, আকাশ পাতাল।
ডিঙির উপরে তারা, রবে চিরকাল।


রচনা কাল ঃ
১৮/০৪/২০১৭ ইং
৮ঃ৪৬ এএম।