দুঃখের কপাল


এত বিরহের দিন কেউ কি পেয়েছে
তৃষ্ণা পেয়ে শত যুগ কে আর থেকেছে?
একটু সুখের আশে দিন ভর ভাবি
আরো তাতে আসে ব্যথা সুখ কি গো পাবি?
এত দিন জ্বালা পেলে বাঁচে কি হৃদয়
সুখ ছলে ব্যথা পেলে প্রাণে কি গো সয়?
মন যদি ভেঙে যায় সব চলে যায়
আর কি সুখের দিন প্রাণ ফিরে পায়?


কেউ নেই এই ভবে আমার মতন
দুঃখ কষ্ট বুক মাঝে করে যে যতন।
মেলে না কারোর সাথে আমার হৃদয়
ব্যথা ভরা কথা শুনে সবে পায় ভয়।
তাই একা ব্যথা নিয়ে সাজাই বাসর
এমন কপাল মোর দুঃখের সাগর।


রচনা কাল : ১৮/০৬/২০১৮ ইং