ঈদ এলে মনে পড়ে


ঈদ এলে মনে পড়ে কত শত স্মৃতি
জানি তুমি ভুলে গেছো সেই প্রেম প্রীতি।
ছেলেবেলা কেটে গেছে কত যে সময়
মেঠো পথ নদীঘাটে কাটে মধুময়।
ঘুরাঘুরি সারা বেলা এ পাড়া ও পাড়া
পাড়া লোকে খুঁজে খুঁজে হত যেন সাড়া।
রঙিন পোশাক পড়ে বিকেল বেলায়
তরী নিয়ে গাঙ কূলে সুখে কেটে যায়।


সেই ঈদ পিছু পিছু আসে ঘুরে ফিরে
কত তরী সেই ঘাটে ভিড়ে ধীরে ধীরে।
মন ভুলো অপলকে দেখি কত কিছু
সব তেমনই আছে ছেড়ে গেছো পিছু।
ঘুরে ফিরে সবে আসে ফিরে তার নীড়ে
তুমি বুঝি পড়ে আছো কৃষ্ণকালো ভীড়ে।


রচনা কাল : ১৬/০৬/২০১৮ ইং