ভুল বুঝে দূরে গেলে, শূন্য করে ঘর।
আমি একা বসে কাঁদি, যদি হও পর।
মন কাঁদে অশ্রু ঝরে, হাসি নেই মুখে।
তুমি বন্ধু কত দূরে, আছো কি গো সুখে।
আজ মন ভাল নেই, মনে পড়ে স্মৃতি।
তুমি ছিলে মোর ঘরে, আঁধারের বাতি।
কোন ভুলে মোরে ছেড়ে, গেলে বহু দূরে।
ভালবাসা ছাই হয়ে, উড়ে মোর ঘরে।


বুকে মোর কত আশা, বাঁধবো বাসর।
দু'জনে সাজাবো কাল, সুখের বাসর।
হল না তোমায় নিয়ে, বহু পথ চলা।
মোর আশা ঘুরে ফিরে, দেয় শুধু জ্বালা।
তোমার কারণে হায়, হয়নি বাসর।
ফিরে এসে মোর বুকে, বাঁধ এ বাসর।


রচনা কাল ঃ
১৭/০৫/২০১৭ ইং
৯ঃ৩৭ পিএম।