ভাল তো লাগে না কিছু, কান্না ঝরে চোখে।
ফাটল ধরেছে হায়, যেন মোর শখে।
কত দিন হয়ে গেল, মন পুড়ে যায়।
একটি ফুটবল কিনে, দেয় না বাবায়।
শনিবার চলে যায়, বুধবার আসে।
এ হাট ও হাট করে, পরীক্ষা যে আসে।
বাবা বলে বল চাও, বল তুমি পাবে।
পরীক্ষায় ভাল ফল, করে যাও তবে।


মন ভার করে আমি, চুপ মেরে রই।
বল মোর ঘুম কাড়ে, রাত জেগে রই।
পড়াশোনা ছেড়ে দিয়ে, শুধু ঘুরি ফিরি।
বল এনে দিয়ে বলে, স্কুল যেন করি।
তার পর পড়াশোনা, আর খেলাধুলা।
এমনি এমনি করে, কেটে যায় বেলা।


রচনা কাল ঃ
০৮/০৪/২০১৭ ইং
৪ঃ৫২ পিএম।