ভোরে উঠে দেখা যায়, উঠানের পরে;
আম পাতা জাম পাতা, পড়ে আছে ভরে।
বাঁশ ঝাড়ে বাঁশ পাতা, নিয়ে মারামারি।
ও পাড়ার বুড়ি এসে, ভাগ নেয় তারি।
শুষ্ক খড়ি আধ ভেঙে, ঝুলে আছে ডালে।
তারাতারি উঠে পাড়ে, কৃষানীর ছেলে।
শালবনে শত দল, দেয় শত ঝাট।
কথা কাটাকাটি হয়, হয় মিটমাট।


খেটে খায় লোক তারা, নাহি মেধা বল।
কৃষান কৃষানী যেন, গরীবের দল।
সল্প গাছের পাতায়, ঝগড়া বাঁধায়।
সেই পাতা দিয়ে হায়, জ্বালাবে চুলায়।
চাল কেনে ডাল কেনে, ফুরে যায় টাকা।
কেমনে কিনবে খড়ি, চলে তাই বাঁকা।


রচনা কাল ঃ
০৫/০৮/২০১৭ ইং
৭ঃ৫৮ এএম।