পাখি যেন গায় গান, ছোট ছোট ডালে।
সুর যেন হাওয়ায়, ভেসে ভেসে দোলে।
উঁকি মারে পাঁকা ফল, গাছের শাখায়।
কাক যেন খুঁজে পেয়ে, মুখে নিয়ে যায়।
দল বেঁধে হাঁস ডাকে, পানি ভরা বিলে।
চিল যেন খালি মুখে, ডাকে দূর ডালে।
গাছের শাখায় যেন, ফুল ফুটে রয়।
ভোমরের দল যেন, ছুটে ছুটে যায়।


সবুজ পাতার ঝোপে, ফুল ফল রয়।
লাল আর হলুদের, শোভা সেথা পায়।
বাঁশ ঝাড়ে কানা কুয়া, চুপ মেরে থাকে।
মাঝে মাঝে উঁকি মারে, যেন দাঁড়কাকে।
বাসা বাঁধে নানা পাখি, গাছের শাখায়।
দিন গুলো কেটে যায়, বড় সুখে হায়।


রচনা কাল ঃ
২৫/০৭/২০১৭ ইং
৯ঃ১৮ পিএম।