সাগরের পথ ধরে চলেছি একেলা
ঘনিয়ে এসেছে মোর যেন সন্ধ্যে বেলা।
এক বুক জ্বালা নিয়ে হৃদয় দহনে;
পুড়ে পুড়ে ছাই হয় সাগর পবনে।
একা পাখি নিলাকাশে দূর হতে দূরে
চলেছে মেঘের পরে অচিন সুদূরে।
সে কি আকাশ ছুঁইবে সুখের আশায়
না কি মনের মানুষ তাহারে কাঁদায়?


সাগরের ঢেউ খেলা ব্যথা ভরা মনে;
ধাক্কা দেয় অবিরত প্রতি ক্ষণে ক্ষণে।
হৃদয়ের সব খানে শুধুই বেদনা
লোকে তবু এসে বলে আর তো কেঁদনা।
কান্না ঢাকি চোখে মুখে জল দিয়ে তাই
সবাই তখন বোঝে আর কষ্ট নাই।


রচনা কাল : ১২/০৫/২০১৮ ইং