গোধূলির ক্ষণ কালে, সব ফেরে নীড়ে।
সূর্য তার ঘরে যায়, বাংলাদেশ ছেড়ে।
জোনাকিরা দল বেঁধে, আসে বাঁশ ঝাড়ে।
মিটমিট করে জ্বলে, কেহ ঢলে পড়ে।
সূর্য যেন যায় ঘরে, অতিদ্রুত বেগে।
রাখালের গরু যেন, ছুটে চলে আগে।
পশ্চিম আকাশ যেন, লালে লালে ভরে।
কালো কালো ছায়া যেন, প্রকৃতিকে ধরে।


ছোট ছোট ছেলে মেয়ে, যায় নদী জলে।
হাত মুখ দুয়ে তারা, ফেরে দলে দলে।
বৌ ঝি-রা কলসি নিয়ে, ছুটে যায় ঘাটে।
তারাতারি জল নিয়ে, ফিরে আসে বাটে।
কিছুক্ষণ পরে হায়, অন্ধকার হবে।
প্রকৃতি ঘুমাবে যেন, শূন্য কলরবে।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
২ঃ২৭ পিএম।