নীরবে হৃদয় ঘরে, এসে ছিলে কাছে।
ঝড় হয়ে ফিরে গেলে, নিস্ব করে পিছে।
তোমার আমার ছিল, কথা ভরা ঝুলি।
আজ সব মুছে গেছে, ভরে গেছে ধূলি।
তোমার ঠিকানা আজ, দূর নীলিমায়।
কি করে ভরাবো মোর, শূন্যতা হৃদয়।
বুকে বাজে গানে গানে, বিরহের সুর।
স্বপ্ন  ব্যথার জোয়ার, আসে ভরপুর।


গভীর আঁধার ক্ষণ, বেদনার জলে;
ভরে ওঠে বুক তরে, হাহা করে জ্বলে।
নীরব চরণ ফেলে, দুঃখ আসে মনে।
হৃদয় গভীর ছন্দে, ছায়াময় বনে।
তোমার স্মরণ কালে, অশ্রু ঝরে চোখ।
তুমি কাছে নেই বলে, নেই মনে সুখ


রচনা কাল ঃ
২৯/০৭/২০১৭ ইং
৮ঃ৪০ পিএম।