কষ্ট যদি অশ্রু হয়ে ঝরে ঝরে যেত
তবে মন ব্যথা ভুলে সুখ খুঁজে পেত।
কত ব্যথা বুক জুড়ে জাগে ক্ষণে ক্ষণে
আঁধারে জোনাক কাঁদে মোর সনে সনে।
হৃদয়ের কান্না গুলো হৃদয়ে হারায়
গভীর নিশিতে কষ্ট শুধু আসে যায়।
পৃথিবীর বুকে শুধু আমি ব্যথা প্রাণ
সুখ পেয়ে কত মন গেয়ে যায় গান।


সবে কত হাসে খেলে পায় বুঝি সুখ
ব্যথা ভুলে কোন ক্ষণে হাসে নি ক মুখ।
সুখ গুলো দূরে রয় কেউ তা জানে না
এত ব্যথা মাঝে সুখ আসতে পারে না।
ব্যথায় ব্যথায় মন পুড়ে পুড়ে ছাই
হৃদয়ের সুখ বুঝি এই ভবে নাই।


রচনা কাল : ২২/০৬/২০১৮ ইং