গ্রীষ্মের গরমে হায়, দেহ পুড়ে যায়।
কাজ কর্মে মন রাখা, হয়ে পড়ে দায়।
ধান কাটে গান গায়, রোদ যায় দূরে।
পানির পিপাসা লাগে, তারাতারি করে।
ধান কেটে আটি বেঁধে, রোদে দেয় রেখে।
গরমে শুকায় গাছ, বাড়ি আনে সুখে।
ঘাম ঝরে দেহ বেয়ে, যেন বৃষ্টি ভেজা।
মেঠো পথে ধান নিতে, নয় এত সোজা।


বাহির উঠানে ধান, গাদি দেয় তারা।
মাড়াই ঝাড়াই করে, সারা দিন ভরা।
বৃদ্ধ-বৃদ্ধা কাজ দেখে, হাত যে বাড়ায়।
লোকজন মানা করে, পরে বসে রয়।
কাজের চাপের ফলে, খেতে যায় ভুলে।
রোদ ফেলে বৃষ্টি যদি, আসে তারা বলে।


রচনা কাল ঃ
০৬/০৮/২০১৭ ইং
৭ঃ২৩ এএম।