হাসি দিলে রক্ত দোলে, হৃদয় পিঞ্জরে।
তুমি আছো সুখে যেন, আমি বহু দূরে।
তোমার কাছে আমার, হৃদয়ের জল।
দূরে গেলে পুড়ে যায়, সাগর অতল।
তোমার জন্যে আমার, ঘুম হারা নিশি।
ভালবাসি যেন তোমা , শুধু বেশি বেশি।
সুখের পাতায় যেন, ফোটে লাল ফুল।
অপেক্ষায় বসে সুখ, নদীর দু'কূল।


মেঘের ডানার মত, ডানা নিয়ে হায়;
তোমার বাড়ির কাছে, হবো ঘূর্ণিবায়।
পাখির চোখের মত, স্বপ্ন নিয়ে ঠোটে;
তোমায় দেখলে মনে, হাসি ওঠে ফুটে।
তোমার পরশ নিয়ে, শীতল ছায়ায়;
ঘুমাবো আরাম করে, সুখের নেশায়।


রচনা কাল ঃ
২৯/০৭/২০১৭ ইং
১০ঃ২৩ পিএম।