হে প্রিয়া তোমার সনে, ছিল কিছু কথা।
শুনলে হৃদয় দিয়ে, জুড়ে যেত ব্যথা।
তোমার কারণে আজ, ধূলি মাখা গায়।
কত গালি শুনে মোর, দিন গুলো যায়।
আশায় পারি না আর, বাঁধতে বাসর।
ভয় লাগে দুঃখ যদি, ঝরে ঝর ঝর।
পারি না দেখতে স্বপ্ন, শুধু ভেঙে যায়।
নীরবে তাই তো ব্যথা, সয়ে যেতে হয়।


কবে আর হবে দেখা, বলে যাও শুনি।
আসবে না ফিরে আর, জানি আমি জানি।
সত্য করে বল কথা, শুধু একবার।
আমার জন্যে তোমার, কষ্টে পুড়ে ঘর?
স্থির দেখে লাগে ভয়, মনে কষ্ট বাড়ে।
হাসি ভরা সেই মুখ, গেছে আজ পুড়ে।


রচনা কাল ঃ
২৩/০৬/২০১৭ ইং
১২ঃ৫০ পিএম।