সে দিন তুমি আসবে, দক্ষিণা বাতাসে।
গ্রীষ্মের রুক্ষ দুপুরে, ছায়া নিয়ে হেসে।
আমি বলবো তোমায়, সব কিছু খুলে।
তুমি করুণ সোহাগে, বুকে নিবে তুলে।
জানি আসবে আবার, মেঠো পথে হেটে।
হৃদয় পাগল প্রাণে, ব্যথা সব ছেঁটে।
হে প্রিয় বন্ধু আমার, যুগ যুগ ধরে;
রবে মোর সাথে সাথে, অথৈজল তরে।


হে প্রিয় বন্ধু আমার, তোমায় জানাই ।
তুমি বিনে খুব কষ্টে, রজনী পোহাই।
তুমি বিনে রৌদ্র তাপে, তনু যায় পুড়ে।
অনাদরে সব কাজ, যেন রয় পড়ে।
তুমি আসবে তো বন্ধু, আমার আহ্বানে।
আমি কিন্তু অপেক্ষায়, রবো দিন গুনে।


রচনা কাল ঃ
২৮/০৪/২০১৭ ইং
১০ঃ৪০ এএম।